মোগলাবাজারে রেলে কাটা পড়ে যুবক নিহত

সিলেট মিরর ডেস্ক


জুন ২৪, ২০২৩
০৪:৩৮ অপরাহ্ন


আপডেট : জুন ২৪, ২০২৩
০৯:৫২ অপরাহ্ন



মোগলাবাজারে রেলে কাটা পড়ে যুবক নিহত

-ফাইল ছবি


সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে সিলেট রেলওয়ে থানা পুলিশের ডিউটি অফিসার নয়ন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে আমাদের রেলওয়ে থানা পুলিশ গিয়েছে। এখনই পুরো ঘটনা বলা যাচ্ছে না।

জানা গেছে, আজ (শনিবার) সকাল ৯টায় ট্রেন লাইনের কর্মীরা মোগলাবাজারের জলকর কান্দী গ্রামের রেল লাইনের উপর দুই ভাগে বিচ্ছিন্ন একটি মরদেহ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে কাজ শুরু করে।

সিলেট রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, নিহত তরুণের লাশ উদ্ধারের পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত ওই তরুণের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।