সিলেট মিরর ডেস্ক
জুন ২৫, ২০২৩
০৪:৫৬ অপরাহ্ন
আপডেট : জুন ২৫, ২০২৩
০৫:০২ অপরাহ্ন
আগামী মাসের প্রথম দিনে তাঁর দেশে ফেরার কথা। তারপর ৭ জুলাই বিয়ের পিঁড়িতে বসার কথা। কিন্তু তার আগেই গতকাল শনিবার (২৪ জুন) না ফেরার দেশে পাড়ি জমালেন আলিম উদ্দিন (২৮)। গতকাল সকালে ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা যান সৌদি প্রবাসী এই যুবক।
আলিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও এলাকার আলমাছ আলীর ছেলে।
আলিম ‘স্ট্রোক’ করে ঘুমের মধ্যে মারা গেছে বলে শনিবার রাতে নিশ্চিত করেন আলিমের বাবা আলমাছ আলী।
তিনি জানান, প্রায় চার বছর আগে পরিবারের সুখের আশায় উপার্জন করতে সৌদিতে পাড়ি জমায় আলিম। জুলাইয়ের ১ তারিখ সে দেশে ফিরে ৭ জুলাই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। কিন্তু তা আর হলো না। শনিবার সকালে আলিম ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়।
এদিকে আলিম উদ্দিনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।
এর দুই দিন আগে গত বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস শহরের একটি বাসা থেকে সোয়েব আহমদ (২২) নামে আরেক প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার মৃত সমছ উদ্দিনের ছেলে।
এএফ/০৭