নগরের জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ দাবি বাসদের

সিলেট মিরর ডেস্ক


জুন ২৬, ২০২৩
০২:৫৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ২৬, ২০২৩
০২:৫৯ পূর্বাহ্ন



নগরের জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ দাবি বাসদের


নগরের জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখা।

আজ রবিবার (২৫জুন) বিকাল সাড়ে পাঁচটায় নগরের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন আশু রাণী শর্মা, মনজুর আহমদ,রুমন বিশ্বাস, রত্না বসাক, আনোয়ার হোসেন, আকবর আলি, ইউসুফ আহমদ, আনোয়ার হোসেন কুটি,জাহেদ আহমদ, অর্চিতা শর্মা প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও একটু বৃষ্টি হলেই নগর জলাবদ্ধতায় নিমজ্জিত হয়ে যায়। মূলত অপরিকল্পিত, উন্নয়ন, প্রকল্প গ্রহণে অসচ্ছতা- দুর্নীতির কারণে নগরীর জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। ফলে জলাবদ্ধতার কারণে নাগরিক জীবনে বিড়ম্বনা তৈরি হচ্ছে।’

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙ্গন রোধ ও নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। নদী ভাঙ্গন এলাকা পীরপুর -গরিপুর-শেখপাড়া গ্রামের মানুষ বর্তমানে উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে দিনযাপন করছেন।’

সমাবেশে বক্তারা অবিলম্বে নগরের জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


এএফ/১১