সিলেট মিরর ডেস্ক
জুন ২৭, ২০২৩
১১:১৯ অপরাহ্ন
আপডেট : জুন ২৭, ২০২৩
১১:২৮ অপরাহ্ন
সিলেট জেলা ও মহানগর মহিলা দলের নতুন সভাপতি হয়েছেন যথাক্রমে তাহসিন শারমিন তামান্না ও নিগার সুলতানা ডেইজি। এছাড়া মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি হন আসমা আলম। সদ্যসমাপ্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবীর সেপি ও মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজকে আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি। ফলে শূন্য হওয়া এ দু’টি পদে সভাপতি মনোনীত করে কেন্দ্রীয় মহিলা দল।
![]()
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সিলেট মহানগর মহিলা দলের সাবেক সধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজিকে সভাপতি ও জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি তাহসিন শারমিন তামান্নাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি মনোনীত করা আসমা আলমকে।
গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তরা সিলেট মহানগর মহিলা দলকে আরও শক্তিশালী করার মাধ্যমে দলীয় কর্মসূচী এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করবেন বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চিঠিতে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, সভাপতি পদে মনোনিত নিগার সুলতানা ডেইজি দুইবার সিলেট জেলা ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি সিলেট সরকারী মহিলা কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ছিলেন। নিখোঁহ ছাত্রদল নেতা দিনার আহমদের বোন তাহসিন শারমিন তামান্না সিলেট জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি ছিলেন।
এএন/০২