নিজস্ব প্রতিবেদক
জুলাই ০২, ২০২৩
০৪:৫৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ০২, ২০২৩
১১:৪০ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত দুই কাউন্সিলর করোনা আক্রান্ত। ফলে সোমবার তাদের শপথগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সোমবার (৩ জুন) শপথ গ্রহণ করবেন। ওইদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তাকে শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শপথ গ্রহণে যোগদানের জন্য শনিবার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের করোনা টেস্ট করা হয়। টেস্টে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ ও সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নার্গিস সুলতানার রিজাল্ট পজিটিভ আসে। এই অবস্থায় নির্ধারিত সময়ে তাদের শপথগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এএন/০১