ধলাই নদীতে বারকি শ্রমিক নি খোঁ জ

সিলেট মিরর ডেস্ক


জুলাই ০৮, ২০২৩
০৫:৪৬ অপরাহ্ন


আপডেট : জুলাই ০৮, ২০২৩
০৫:৪৬ অপরাহ্ন



ধলাই নদীতে বারকি শ্রমিক নি খোঁ জ


কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অফিক মিয়া (৪৩) নামে এক বারকি শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি কালীবাড়ি গ্রামের মৃত্যু হাজী মুহিবুর রহমানের ছেলে।

শুক্রবার (০৭ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ধলাই নদীর উৎসমুখে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, অফিক মিয়া রাতে বারকি নৌকা নিয়ে ধলাই নদী থেকে পাথর আনতে যায়। পাথর নিয়ে আসার সময় মাঝ নদীতে নৌকা ডুবে যায়। এ সময় তার সাথে থাকা ৩জন সাঁতারে নদীর পাড়ে উঠতে পারলেও অফিক মিয়া আসতে পারেন নি। শনিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

উদ্ধার অভিযানে থাকা পুলিশের এএসআই মাহফুজুর রহমান জানান, রাতে একজন লোক পানিতে ডুবে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


এসই/০২