সিলেট মিরর ডেস্ক
জুলাই ০৯, ২০২৩
০৯:১৬ অপরাহ্ন
আপডেট : জুলাই ০৯, ২০২৩
০৯:১৬ অপরাহ্ন
সিলেটের তারুণ্যের সমাবেশের মঞ্চে উঠেছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের মঞ্চে রবিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় তিনি আসন গ্রহন করেন।
বিকেল পৌনে ৩টায় জাতীয় সংগীতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়েছে। বিকেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতোমধ্যে সমাবশমঞ্চে এসে উপস্থিত হয়েছেন।
বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠনের আলিয়ার মাঠের ‘তারুণ্যের সমাবেশে’ কয়েক হাজার নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন।
রবিবার বিকেলে সমাবেশ শুরু কথা থাকলেও সকাল থেকেই মাঠে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্য বিশাল মাঠের একাংশ নেতাকর্মীদের পাদচারণায় মুখর হয়ে উঠেছে।
সমাবেশে যোগ দিতে এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠের প্রবেশ করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি ও দূব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ নানান দাবিতে স্লোগান দেওয়া হয় সমাবেশ প্রাঙ্গণ থেকে।