নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৩
০৬:০৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ১২, ২০২৩
০৬:০৫ পূর্বাহ্ন
সিলেটের জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর অধীনে ৫৪৩জন রোগীকে ২ কোটি ৭১ লাখ টাকা প্রদান করা হয়েছে। রোগীদেরকে ২০২২-২৩ অর্থবছরের ২য়, ৩য় ও ৪র্থ কিস্তির টাকা প্রদান করা হয়।
এরই অংশ হিসাবে মঙ্গলবার (১১ জুলাই) বিকালে সিলেট জেলা প্রশাসক কার্য্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশন এলাকার ৫৭ রোগীকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে ২৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করা হয়। এছাড়া সিলেট জেলার ১৩টি উপজেলার ৪৮৬জন রোগীর মধ্যে ৫০ হাজার করে ২ কোটি ৪৩ লাখ টাকা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হবে।
মঙ্গলবার বিকেলে সমাজসেবা অধিদপ্তর সিলেট এর পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মো. আব্দুর রফিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সমাজসেবী আব্দুল জব্বার জলিল, সাংবাদিক আফতাব চৌধুরী, সাংবাদিক আল আজাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা, জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক, প্রবেশন কর্মকর্তা তমির হোসেন চৌধুরী প্রমুখ। পরে ২০২২-২০২৩ অর্থবছরের সিলেট জেলার অস্বচ্ছল সংস্কৃতিকর্মীদের মাসিক কল্যান ভাতার চেক বিতরন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সকল পেশার সকল মানুষের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার হৃদয়ের সম্পর্ক। যে ৬টি রোগের জন্য অনুদান প্রদান করা হলো তাতে কিছু মানুষ শান্তি পেলে প্রধানমন্ত্রীর এ দান সার্থকতা পাবে।
এএন/০২