গোলাম মোস্তফা চৌধুরী হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শুরু

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৪, ২০২৩
০৬:৪৬ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৪, ২০২৩
০৬:৪৯ পূর্বাহ্ন



গোলাম মোস্তফা চৌধুরী হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শুরু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘায় গোলাম মোস্তফা চৌধুরী হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী। 

ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এডভাইজার আবুল ফজল চৌধুরী সাহেদ, কোষাধ্যক্ষ গোলাম কিবরীয়া চৌধুরী, সদস্য তাওসিফ রব্বানী চৌধুরী, আসিফ রব্বানী চৌধুরী প্রমুখ। 

হাসপাতাল কতৃপক্ষ জানায়, হাসপাতালটি চালু হলে অবহেলিত গ্রামের প্রায় ৩০/৪০ হাজার মানুষের স্বাস্থ সেবার দ্বার উন্মোচিত হবে। আধুনিক চিকিৎসাব্যবস্থা হাতের নাগালে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। হাসপাতালটিতে মা ও শিশুদের স্বাস্থ সেবার বিষয়টি অগ্রাধিকার পাবে এবং সঙ্গে থাকবে জেনারেল মেডিসিনের রোগীদের সেবার ব্যবস্থাও। 

মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন যাবৎ নিজ এলাকার অবহেলিত মানুষদের স্বাস্থ সেবা নিয়ে ভাবনায় ছিলাম। সমাজের বিত্তবানরা দেশ বিদেশের নামকরা হাসপাতাল থেকে আধুনিক মানের স্বাস্থ সেবা নিয়ে থাকেন। কিন্তু এলাকার অবহেলিত মানুষেরা ন্যূনতম স্বাস্থ সেবা থেকেও বঞ্চিত থাকেন। আজ ভবন নির্মাণ কাজ শুরুর মাধ্যমে দীর্ঘদিনের লালিত সেই স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে।’

তিনি বলেন, ‘হাসপাতালটিতে থাকবে অবহেলিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ এবং সাধারণ মানুষদের জন্য থাকবে অত্যন্ত সূলভ মূল্যে স্বাস্থ সেবার নিশ্চয়তা।’

উল্লেখ্য, মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ নিজস্ব অর্থায়নে এলাকার দুঃস্থদের পাকা ঘর নির্মাণ, চিকিৎসাসেবা, বিবাহ সমস্যা, বয়স্কদের চক্ষু চিকিৎসাসেবা, মসজিদ নির্মাণ, মাদরাসা উন্নয়ন, গ্রামের শতাধিক ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে সারা বছর বিনামূল্যে লেখাপড়ার করার ব্যবস্থা ও স্মার্ট বাংলাদেশ বিনীর্মাণে গ্রামের ১০ টি কিন্ডারগার্টেন স্কুলে কম্পিউটার ও শিক্ষাসামগ্রী বিতরণ করে আসছে। এ ছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগকালীন বন্যার্তদের খাদ্য বিতরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা করে আসছে।