সিলেটের নতুন বিভাগীয় কমিশনার আবু আহমদ

নিজস্ব প্রতিবেদক


জুলাই ১৭, ২০২৩
০৩:১৮ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২৩
০৩:১৮ পূর্বাহ্ন



সিলেটের নতুন বিভাগীয় কমিশনার আবু আহমদ


সিলেটের নতুন বিভাগীয় কমিশনারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব আবু আহমেদ ছিদ্দিকী। বর্তমান বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেনের স্থলাভিষিক্ত করা হয়েছে তাকে। 

আজ রবিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেনকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। মোশাররফ হোসেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা। ২০২১ সালের ৭ নভেম্বর তিনি সিলেট বিভাগের কমিশনার হন।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে অতিরিক্ত সচিব আবু আহমদ ছিদ্দিকীকে। বর্তমানে তিনি সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করছেন।

এএফ/০৮