নিজস্ব প্রতিবেদক
জুলাই ২০, ২০২৩
০৩:১৮ অপরাহ্ন
আপডেট : জুলাই ২০, ২০২৩
০৫:৪৭ অপরাহ্ন
সিলেটে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খগাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আটটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খগাইল এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশের খালে পড়ে ঘটনাস্থলে ৬ জন নিহত হন। আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি সিলেট মিরর-কে বলেন, ‘নিহত ৬ জন মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রী ছিলেন। দুটি গাড়িই সড়কের পাশের খালের পানিতে পড়ে।’
সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, নিহত পাঁচজন অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত অন্যজন মাইক্রোবাসের চালক ছিলেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও অটোরিকশা সড়কের পাশের খালের পানিতে পড়েছে। পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এএফ/০৩