সিলেটে দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৭

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২০, ২০২৩
০৫:৩৫ অপরাহ্ন


আপডেট : জুলাই ২০, ২০২৩
০৫:৪৭ অপরাহ্ন



সিলেটে দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৭

সারিবদ্ধ লাশ। ছবি: কবির আহমেদ

সিলেটে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

নগরের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম।

পরে এ বিষয়ে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে বলেন, ছয়জন হাসপাতালেই আসার আগেই মারা গেছেন। আর পাঁচজনকে আশঙ্কাজন অবস্থায় ভর্তি করা হয়। এরমধ্যে একজন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২০ ‍জুলাই) সকালে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খগাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু ৫ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরেকজন।

আরসি-০৫