সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৩, ২০২৩
০৩:০৯ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৩, ২০২৩
০৩:১৮ পূর্বাহ্ন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের কিডনি রোগ বিভাগ এর সহকারী অধ্যাপক ডা. শুভার্থী কর কিডনি চিকিৎসক দের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি (আই এস এন) এর সাউথ এশিয়ান রিজিওনাল বোর্ড এর সদস্য মনোনীত হয়েছেন।
এ বোর্ড এর সদস্যরা দক্ষিণ এশিয়ায় কিডনি চিকিৎসা ও গবেষণার বিষয়ে সমন্বয় করবেন ।
এ ছাড়াও বোর্ডের সদস্যরা নিজ দেশের কিডনি চিকিৎসা ,শিক্ষা ও গবেষণার বিষয়ে ইন্টারন্যাশনাল সোসাইটি অব নেফ্রোলজি -আই এস এন এর সঙ্গে তথ্য বিনিময় ও যোগাযোগ বজায় রাখবেন।
ডা শুভার্থী কর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কিডনি রোগ বিষয়ে এমডি ডিগ্রী লাভ করেন। তিনি ২০১৬ সাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
এএফ/০৮