মানুষের জীবনে সাফল্যের চাবিকাঠি হচ্ছে নেক সোহবত : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৩, ২০২৩
০৪:৩৯ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৩, ২০২৩
০৪:৩৯ অপরাহ্ন



মানুষের জীবনে সাফল্যের চাবিকাঠি হচ্ছে নেক সোহবত : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার সদস্য সম্মেলন


বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, মানুষের জীবনে সাফল্যের চাবিকাঠি হচ্ছে নেক সোহবাত। মানুষের জীবনের পদে পদে ভয়াবহ মুসিবত রয়েছে। তন্মধ্যে সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যুকালীন অবস্থা। মৃত্যু থেকে কোনও ব্যক্তি পরিত্রাণ পাবে না। কোনও প্রচেষ্টা দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। সকলকেই মৃত্যুবরণ করতে হবে। সেজন্য আমাদেরকে পরকালীন জীবনে মুক্তির পথ খুঁজতে হবে। মানুষ বেশি ক্ষতিগ্রস্ত, কারণ মানুষ আখেরাতের কথা ভুলে গেছে। এজন্য আমাদের উপর গযব নাযিল হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য পরকালীন জীবন নিয়ে বেশি বেশি চিন্তা-ফিকির করতে হবে। আমাদেরকে ভালো জিনিসগুলোকে গ্রহণ করতে হবে, যার পক্ষে যতটুকু গ্রহণ করা সম্ভব হবে।

রাসূল (সা.) এর রেখে যাওয়া আমানতকে ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দিচ্ছে তালামীযে ইসলামিয়া। সেজন্য এই সংগঠনের কর্মীদের তাদের জীবনকে এমনভাবে পরিচালিত করতে হবে, যাতে তারা অনুসরণীয় ব্যক্তি হিসেবে সমাজে বিবেচিত হন।

শনিবার (২২ জুলাই) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা সভাপতি দেওয়ান মাহমুদ রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশিদ ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।বিশেষ অতিথির ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসাইন, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, সিলেট জেলা আল ইসলাহ’র সিনিয়র সহ-সভাপতি হাফিয তরিকুল ইসলাম তোফা, সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সভাপতি সাইফুল্লাহ বিন নামর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মো. হোসাইন আহমদ, হাটুভাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহা উদ্দীন।

শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ হুমায়দীর স্বাগত বক্তব্যে সূচিত সম্মেলনে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম কুদ্দুস, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আবু বকর মো. নূরী, মাস্টার আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ নেওয়াজ, সংগঠনের ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার সভাপতি মো. আব্দুর রহমান, ছাত্র সংসদের ভি.পি. হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ শাখার আহবায়ক আব্দুল জলিল চৌধুরী প্রমুখ। 

এএন/০৪