সিলেটে হত্যার ২২ বছর পর ৪ আসামির ফাঁসির রায়

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৪, ২০২৩
১০:১৪ অপরাহ্ন


আপডেট : জুলাই ২৪, ২০২৩
১০:১৫ অপরাহ্ন



সিলেটে হত্যার ২২ বছর পর ৪ আসামির ফাঁসির রায়


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তমজিদ আলী নিহতের ঘটনার মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঘটনার প্রায় ২২ বছর পর গতকাল সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালরে বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন আব্দুর রব, আব্দুর রহমান, ফজল উদ্দিন এবং রইছ আলী। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম। 

আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সালের ৮ আস্ট সকাল সাড়ে ৬ টার দিকে গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে খাল দখলকে কেন্দ্র করে তমজিদ আলীকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা (নং-৬(৮)০০১) দায়ের করেন। মামলায় মোট ১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। স্বাক্ষ গ্রহণ শেষে সোমবার দুপুরে আদালত এই রায় ঘোষনা করেন। 

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. ফখরুল ইসলাম বলেন, ‘আদালত ৪ আসামিকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছেন। বাকি আসামিদের খালাস দিয়েছেন।’ 


এএফ/০২