নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৫, ২০২৩
০৭:০৫ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২৩
০৭:১২ অপরাহ্ন
বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক কালের কণ্ঠ সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক আবদুর রাহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ২৫ জুলাই দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান সৎ ও নিষ্ঠাবান এ সাংবাদিক।
সিলেটের সাংবাদিকসহ সুধী মহলে সুপরিচিত আবদুর রাহমান সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। তিনি কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন।
কর্মজীবনে দৈনিক জালালাবাদ, দৈনিক সিলেটের ডাক, দৈনিক সিলেট প্রতিদিনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল কালের কণ্ঠ। প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু এই পত্রিকায় কর্মরত ছিলেন তিনি।
এএফ/০২