জালালাবাদ ইউনাইটেড এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


জুলাই ২৬, ২০২৩
০১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২৩
০৩:০৮ পূর্বাহ্ন



জালালাবাদ ইউনাইটেড এসোসিয়েশন অস্ট্রেলিয়ার সংবর্ধনা অনুষ্ঠিত


জালালাবাদ ইউনাইটেড এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭ টায় অস্ট্রেলিয়ার সিডনি পাঞ্চবল এলাকার একটি বলরুমে এ অনুষ্ঠান হয়। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের এসিস্ট্যান্ট গভর্নর, সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল।

এসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ ফয়ছল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনেদ আহমেদের পরিচালনায় কুরআন তিলাওয়াত করেন সাংবাদিক ইদ্রিস আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সংবর্ধিত অতিথি রোটারি ক্লাব অব সিলেট গ্রিন সিটির সেক্রেটারি এম কে সোলেমান আহমেদ, প্রবাসী কমিউনিটি নেতা সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি নেওয়ার খান, আশিক শাহ আলম, ইমিগ্রেশন অ্যাডভাইজার সৈয়দ মাহবুব মুর্শেদ, আবিদুর রহমান, ইকবাল আহমেদ, মানিক মিয়া, জসিম উদ্দিন, এরশাদুর রহমান, শাকিল আহমেদ, শাহনুর রহমান, সুজন আহমেদ সাজু, নুরুল ইসলাম খসরু, আবুল কালাম, ফজলুর রহমান ফটিক, দেলোয়ার হোসেন, উসমান আহমদ, মো. ফরিদ আহমেদ প্রমুখ।


এএফ/১০