ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে সিসিক, প্রথম দিনে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক


জুলাই ২৬, ২০২৩
০৩:২৩ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ২৬, ২০২৩
০৩:২৩ পূর্বাহ্ন



ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে সিসিক, প্রথম দিনে লাখ টাকা জরিমানা

সিলেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর না মিললেও  চলতি বছর এ পর্যন্ত ৩১৩ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নগরের বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে ডেঙ্গু আক্রান্ত ৭৮ জন রোগি চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩ জন শনাক্ত হয়েছেন। সবমিলিয়ে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন। প্রথমদিনে গতকাল চারটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল থেকে চারটি ভ্রাম্যমাণ আদালত একযোগে অভিযানে নামে।  অভিযানে নগরের কয়েকটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

অভিযানে নগরের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকায় চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হুমায়ূন রশীদ চত্ত্বর থেকে ফেঞ্চুগঞ্জ সড়কের পাঠানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিসিকের ২৬ ও ২৭ নং ওয়ার্ডের চারটি প্রতিষ্ঠান এবং একটি নির্মাণাধীন বাড়িতে এডিশ মশার লার্ভা পাওয়া যায়।’

চারটি প্রতিষ্ঠানের সবগুলোই গাড়ির গ্যারেজ জানিয়ে তিনি বলেন, ‘এই চার প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লার্ভা ধ্বংসের পাশাপাশি বাড়ির মালিককে সতর্ক করা হয়।’


এএফ/১২