সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৯, ২০২৩
০১:৪৪ পূর্বাহ্ন
আপডেট : জুলাই ২৯, ২০২৩
০১:৪৪ পূর্বাহ্ন
বিএনপির মহাসমাবেশে অংশনিতে ঢাকায় গিয়ে রাজধানীর রাজপথ কাঁপালেন ফয়সল আহমদ চৌধুরী। নিজের নির্বাচনী এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নেতাকর্মীদের নিয়ে নিয়ে মতিঝিল থেকে বিশাল মিছিল-স্লোগানে পল্টনে মহাসমাবেশে যোগ দেন তিনি।
আজ শুক্রবার (২৮ জুলাই) ঢাকায় জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিলেটসহ সারাদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করে।মহাসমাবেশে সিলেটের বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকেও হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। যোগ দেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রায় অর্ধসহস্র নেতাকর্মী। তাদের নেতৃত্ব দেন সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
দুপুর ১২টায় তার নেতৃতে মতিঝিল থেকে মিছিল শুরু হয়ে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে মিলিত হয়।
মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সভায় ফয়সল আহমদ চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে জাতীয়তাবাদী ধারার নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থান থেকে আপনারা যোগ দিয়ে প্রমাণ করেছেন, সরকারের দমনপীড়নের মধ্যেও আমরা বিচ্ছিন্ন নয়। বরং আগের যেকোন সময়ের চেয়ে আমরা আরও বেশী ঐক্যবদ্ধ। আমরা সরকারের পতনের আন্দোলনে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আর বেশী দিন বাকী নেই। অবশ্যই সুসময় সামনে। সরকারের পতন নিশ্চিত।
তাঁর সঙ্গীদের মধ্যে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ সভাপতি মাহবুবুর রহমান ফয়সল, আশফাক আহমদ চৌধুরী, কফিল আহমদ, মুজিবুর রহমান মুজিবসহ প্রায় আড়াইশ’ নেতাকর্মী ছিলেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতার্মীদের মধ্যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, উপজেলা বিএনপি নেতা আলি আহমদ মেম্বার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমেদ, সহ শ্রমবিষয়ক সম্পাদক হোসেন আহমদ মেম্বার, সহ বৈদেশিক বিষয়ক সম্পাদক আবদুল গফুর, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, শ্রমিক নেতা নিজাম আলিসহ প্রায় দু’শো নেতাকর্মী।
এএফ/১১