জাতীয় শিশু পুরস্কারে দেশ সেরা সিলেটের মেহজাবিন

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩১, ২০২৩
০৫:১২ পূর্বাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২৩
১১:৫৯ অপরাহ্ন



জাতীয় শিশু পুরস্কারে দেশ সেরা সিলেটের মেহজাবিন


জাতীয় শিশু পুরস্কার ২০২২ এ সিলেটের সরকারি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসনিম মেহজাবিন প্রথম হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো বিষয়ক সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতা শুক্রবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমী তে অনুষ্ঠিত হয়।

এরআগে সারাদেশের সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন, মাদরাসা সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮টি বিভাগের নির্বাচিত প্রথম স্থান অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীরা বয়স ও শ্রেণি অনুযায়ী ‘ক’ ‘খ’ এবং ‘গ’ গ্রæপে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  

মেহজাবিন পূবালি ব্যাংকের সিলেট শাখা ম্যানেজার (অপারেশন) সাদেক রশিদ চৌধুরী ও সরকারি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলের শিক্ষিকা কুমকুম ইয়াসমিনের বড়ো মেয়ে।  

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা চৌধুরী জানান, প্রতিটি অর্জনই আনন্দের, যা আগামীর পথচলায় প্রেরণা। আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের মেধার আলোকে যতœ নেওয়ার। শিক্ষার্থীরা সেই আলোকে মেধার স্বাক্ষর রেখে আমাদের মুখ উজ্জ্বল করছে। তিনি এজন্য শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। 

উল্লেখ্য নগরীর জিন্দাবাজারের সরকারি কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলটি এরআগে ২০১৮ সালে জাতীয়ভাবে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি ও পুরস্কার লাভ করেছিল। 

এএন/০৪