‘আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকতে পারবে না সরকার’

সিলেট মিরর ডেস্ক


জুলাই ৩১, ২০২৩
১১:১১ অপরাহ্ন


আপডেট : জুলাই ৩১, ২০২৩
১১:১১ অপরাহ্ন



‘আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকতে পারবে না সরকার’


সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ করেছে বিএনপি।

আজ সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় নগরের রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা খন্দকার আবদুল মুক্তাদির। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি জুয়াড়ি সরকার। বিগত দুই জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সঙ্গ জুয়া খেলেছে এ সরকার। এ সরকারকে জনগণ আর চান না। গুনে গুনে আর ত্রিশ দিনও ক্ষমতায় থাকার ক্ষমতা নাই এ সরকারের। অচিরেই বর্তমান সরকারের পতন ঘটবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।


এএফ/১৩