সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০২, ২০২৩
০১:০৬ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০২, ২০২৩
০১:০৬ পূর্বাহ্ন
রাজা চার্লসের কাছ থেকে এমবিই সম্মাননার পদক পেয়েছেন ব্রিটেনের নর্থ ইস্টের সান্ডারল্যান্ডের অধিবাসী সুনামগঞ্জের সৈয়দ সামাদ আলী। নিজ কমিউনিটির কাছে শিক্ষাকে সহজলভ্য করতে অবদান রাখায় সম্প্রতি তাকে এই পদকে ভূষিত করা হয়।
প্রিন্স চালর্সের রাজকীয় বাসভবন উইন্ডসর ক্যাসেলে এ স্বীকৃতি প্রদান করেন বৃটেনের রাজা চার্লস দ্বিতীয়।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান ৫০ বছর বয়সী সৈয়দ আলী বর্তমানে সান্ডারল্যান্ড শহরের থর্নহীল এবং সাউথমুর একাডেমিতে কাজ করছেন। যেখানে তিনি শহরের শিশুদের বাংলা শেখান। সেখানে থাকা বাঙালি সম্প্রদায়ের শিশুদের এবং বিশেষ করে তাদের পিতামাতার জন্য শিক্ষাকে সহজলভ্য করতে সহায়তা করায় তাঁকে এ সম্মাননার জন্য মনোনীত করা হয়।
সান্ডারল্যান্ডে বাঙালি সম্প্রদায়ের শিশুদের পিতামাতার অনুবাদক হিসেবে কাজ করেন সৈয়দ আলী। সপ্তাহান্তে কমিউনিটি ভাষা ক্লাসে শিক্ষাদান এবং ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার সাথে অপরিচিত অভিভাবকদের সহায়তা করার জন্য শহরের কেন্দ্রীয় মসজিদের সঙ্গে কাজ করেন তিনি।
জানা গেছে, ২৩ বছর আগে বাংলাদেশ থেকে সান্ডারল্যান্ডে যান সৈয়দ সামাদ আলী। সৈয়দ আলী শিক্ষার প্রতি বাঙালি সম্প্রদায়ের আগ্রহ বাড়াতে তার নিজস্ব বাংলা পাঠ্য বই তৈরি করলে জিসিএসই ভাষা শেখানোর তার এই কাজ ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত হয়। এই কাজে উৎসাহী হয়ে সামাদ আলী ও তার ছাত্রদের গত বছর নর্থ ইস্ট উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান উৎসব কর্তৃপক্ষ।
এমবিই সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সৈয়দ সামাদ আলী বলেন- ‘আমি এই সম্মান পেয়ে গর্বিত। এই সম্মাননা শুধু আমার নয়, সান্ডারল্যান্ড শহরের পুরো বাঙালি কমিউনিটির। পুরো কমিউনিটি এতে গর্বিত।’
তিনি বলেন, ‘আমি চাই না সুবিধাবঞ্চিত শিশু বা ভাষা প্রতিবন্ধকতা আছে এমন কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হোক, আর তাই আমার এই চেষ্টা।’
সৈয়দ সামাদ আলী সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একাদশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ (তৎকালীন) থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি শেষ করে সিলেটের একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেন। তিনি সৈয়দপুর সাধারণ পাঠাগারের উপ-পরিচালক (গ্রন্থ) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ব্রিটেন চলে যান।
এএফ/০৯