সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৩, ২০২৩
০৪:৫২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৩, ২০২৩
০৪:৫২ পূর্বাহ্ন
রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর প্রকৌশলী মো. মতিউর রহমানের নেতৃত্বে সিলেটের সকল রোটারী ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্য সিলেট সিটি করপোরেশনের কনফারেন্স কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
প্রোগ্রাম চেয়ার আংশুমান ভট্টাচার্জের সভাপতিত্বে ও এরিয়া ডিরেক্টর পিপি এ.কে.এম শামসুল হক দীপুর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ডিস্ট্রিক্ট (৩২৮২)গভর্নর প্রকৌশলী মো. মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পিডিজি শহিদ আহমদ চৌধুরী, ডিজি ইলেক্ট এ.এইচ.এম ফয়সাল আহমদ, সময় টিভির ব্যুরো চীফ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, শহীদ সামসুদ্দিন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. বিনায়ক ভট্টচার্য। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট সিটি করপোরেশেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদ ডা. মৃদুল গুপ্ত।
সেমিনার শেষে নগরের ঘাসিটুলা, সদর উপজেলার একাধিক স্থানে মশার ঔষধ ছিটানো, লিফলেট ও মশারী বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গর্ভনর প্রকৌশলী মো. মতিউর রহমান, সিটি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, এরিয়া ডিরেক্টর পিপি এ.কে.এম শামসুল হক দীপু, এডিশনাল এরিয়া এডভাইজার পিপি ফয়সল করিম মুন্না, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো. কাউছার হোসাইন শাহিন, জোনাল কো-অর্ডিনেটর পিপি মো. আমিনুল ইসলাম, ডেপুটি গভর্নর আব্দুন নুর রুহেল, ডেপুটি গভর্নর সামছুল আমিন রাখি, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আব্দুল মুহিত দিদার, এসিস্ট্যান্ট গভর্নর পিপি ফারেছ আহমদ চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্নর পিপি আব্দুল জলিল মল্লিক, পিপি বিধুভুষন চক্রবর্তী, পিপি মো. সাহিদুল হক সুহেল, পিপি এমাদ উদ্দিন, পিপি কয়েস আহমেদ সুমন, রোটারিয়ান সাইফুল আলম।
বিভিন্ন ক্লাবের ক্লাব প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, আলমগীর হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, লতান মোহাম্মদ রাজু, ফারুক আহমদ, ফারুক হোসাইন, ডা. আবু ইসহাক আজাদ প্রমুখ।
"নিজ এলাকা পরিস্কার রাখি, ডেঙ্গু থেকে সবাই বাঁচি" এই শ্লোগানকে সামনে রেখে রোটারী ক্লাবের সকল প্রেসিডেন্টবৃন্দ দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নিজ নিজ ক্লাবের সদস্য, পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এএন/০৩