আগামীকাল সিলেটে মঞ্চস্থ হবে নতুন নাটক ‘বনফুরলের ফুল’

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২৩
০৬:৩০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৩, ২০২৩
০৫:৩৫ অপরাহ্ন



আগামীকাল সিলেটে মঞ্চস্থ হবে নতুন নাটক ‘বনফুরলের ফুল’


সূত্রধার নাট্যদলের নতুন নাটক ‘বনফুরলের ফুল’ মঞ্চস্থ হতে চলেছে। আগামীকাল শুক্রবার ও শনিবার সিলেট নগরের রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটকটি। প্রতিদিন সন্ধ্যা সাতটায় শুরুর হবে নাটক। 

কবি ও নাট্যকার সুফি সুফিয়ানের  রচনা এবং আবদুল্লাহ আশরাফের মঞ্চ-আলো ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন, সুতপা বিশ্বাস পল্লবী, শাহ শরীফ উদ্দিন, হাসান লিমন, সৃজন চন্দ মন, সৌরভ রায় শাওন, নাহিয়ান চৌধুরী নাফি । সংগীত আয়োজন  করেছে পল্লবী মৌ। সংগীত প্রক্ষেপণ  করবেন আহমেদ সাইফ। 

বনফুরলের ফুল একটা ভুতূরে সমাজের গল্প। যেখানে ঘুরে বেড়ায় ভোগের ঘোড়ার সওয়ার হওয়া কতিপয় মানুষ । যারা প্রাপ্তির লোভে ফরমান করে নতুন আইন।  লোকপৃথিবীর ধূর্ত অন্ধকার, নারী জন্মের ক্ষোভঘৃণা আর নগাই সাপের উত্থিত ফণার  মুখোমুখি হতে চাইলে বনফুরলের ফুলের জগতে আপনাকে স্বাগতম।


এএফ/০২