সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৩, ২০২৩
১০:৫২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৪, ২০২৩
০২:৫৫ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রতিবেশী যুবকের দা’য়ের কোপে আয়েশা সিদ্দিকা জুলি ওরফে জরিনা (৩০) নামে এক গৃহবধূর নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জরিনা প্রতাপপুর গ্রামের হাসান মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জরিনা তার মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী বাড়ীর বাসিন্দা নোয়াব আলীর ছেলে সিদ্দিকুর রহমানের (২২) বসতঘরের পিছন দিয়ে স্থানীয় মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় সিদ্দিকুর রহমানের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিদ্দিকুর রহমান তার বসতঘর থেকে দা নিয়ে এসে জরিনাকে এলোপাতাড়ি কুপাতে থাকেন।
এ সময় জরিনার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সিদ্দিকুর রহমানকে সরিয়ে দেন এবং গুরুতর আহত জরিনাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর অবস্থা বিবেচনায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
ওসমানী হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১১ টার দিকে জরিনা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এএফ/০৮