সিলেটে দুদিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৩, ২০২৩
১১:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৪, ২০২৩
০৭:১১ অপরাহ্ন



সিলেটে দুদিন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না


সিলেটে দুদিন নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

আগামীকাল শুক্রবার (৪ আগস্ট) ও শনিবার (৫ আগস্ট) উন্নয়ন কাজের জন্য সিলেট নগরের বেশ কিছু এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট মহানগরের চালিবন্দর, কাস্টঘর, সোবাহানীঘাট, বিশ্বরোড, জেলগেট ও বন্দররোড এলাকায় শুক্রবার সকাল ৭ট থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।


এএফ/০৯