রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ওয়াটার ফিল্টার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৫, ২০২৩
০৩:৩২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২৩
০৫:৫২ অপরাহ্ন



রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ওয়াটার ফিল্টার বিতরণ
মাদ্রাসা ও স্কুলে নিরাপদ পানি সরবরাহ এবং স্বাস্থ্য সম্মত সেনিটেশন নিশ্চিতকরণ কার্যক্রম


রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলে নিরাপদ পানি সরবরাহ এবং স্বাস্থ্য সম্মত সেনিটেশন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর গভর্নর প্রকৌশলী মো. মতিউর রহমান অফিসিয়াল ক্লাব ভিজিট শেষে প্রকল্পের উদ্বোধন করেন।

সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল মাদানিয়া মাদ্রাসার মুহতামীম মাও. মো. ইয়াহইয়া এবং সহকারী শিক্ষক জাহিদুল ইসলামের কাছে প্রকল্পের আওতায় ২টি উন্নতমানের  নিরাপদ পানির ফিল্টার প্রদান করেন প্রকৌশলী মো. মতিউর রহমান। 

মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সম্মত সেনিটেশন নিশ্চিত করারও আশ্বাস প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট ও কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ।  ডিস্ট্রিক্ট গভর্নর ২০২৩-২৪ রোটারী বর্ষের জন্য যে ৭টি অগ্রাধিকার প্রজেক্ট বাস্তবায়নের কথা বলছেন এর মধ্যে ওয়াটার এন্ড সেনিটেশন অন্যতম একটি প্রকল্প।

ক্লাব প্রেসিডেন্ট আফসার উদ্দিন আহমদের পরিচালনায় ফিল্টার বিতরণকালে উপস্থিত ছিলেন এরিয়া এডভাইজার রোটারিয়ান পিপি হানিফ মোহাম্মদ, এরিয়া ডাইরেক্টর পিপি সামসুল হক দিপু, জোনাল কোঅরডিনেটর পিপি কাওসার হোসেন শাহীন, এসাইন এসিসটেন্ড গভর্নর পিপি আলাউদ্দিন সাব্বির, এসিসটেন্ড গভর্নর পিপি বিকাশ কান্তি দাস, পিপিদের মধ্যে সিদ্দিকুর রহমান, জিয়াউল হক, হুমায়ুন ইসলাম কামাল, তৈয়বুর রহমান, আবুল বশর, প্রেসিডেন্ট ইলেক্ট আব্দুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল মুকিত, এম এ রহিম, সাব্বির আহমদ, রুহুল আলম, শহিদুল ইসলাম অ্যাডভোকেট, বদরুল হুসেন, সামস উদ্দিন, ক্লাব সেক্রেটারি মনসুর আহমদ, শিশির রঞ্জন সরকার, আহমদ রশিদ চৌধুরী, জুবায়ের আহমদ,ইমদাদ হোসেন, আমিনুল ইসলাম সুমন প্রমুখ। বিজ্ঞপ্তি

এএন/০৩