মেয়র আরিফকে ‘আনুষ্ঠানিক’ বিদায় জানাবে সিসিক পর্ষদ

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৫, ২০২৩
১১:১৫ অপরাহ্ন


আপডেট : আগস্ট ০৬, ২০২৩
০২:৩১ পূর্বাহ্ন



মেয়র আরিফকে ‘আনুষ্ঠানিক’ বিদায় জানাবে সিসিক পর্ষদ


টানা দুইবারের নির্বাচিত সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব শেষ হচ্ছে আগমাী ৭ নভেম্বর। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে এর আগে মেয়র আরিফুল হক চৌধুরীকে আনুষ্ঠাকি বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে সিসিকের পর্ষদ।

আগামীকাল রবিবার (৬ আগস্ট) নগর ভবনে সিসিক পরিষদের অনুষ্ঠিতব্য বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং পরিকল্পনা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সিসিকের ২০ নম্বর ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, ‘আগামী ৭ অক্টোবর মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ হবে। এ দিনই তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে আমাদের।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ঠিক বিদায় সংবর্ধনা নয়, আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো। সিটি করপোরেশন গঠনের পর থেকে এখন পর্যন্ত পরিষদ থেকে এমন উদ্যোগ আর নেওয়া হয়নি। আমরাই প্রথম মেয়রকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ভাবছি।’

কেন আগে এমন উদ্যোগ দেখা যায়নি প্রশ্নে তিনি বলেন, ‘শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ভোটে হেরে যাবেন তা আমরা ঘুণাক্ষরেও ভাবিনি। আমাদের দৃঢ় বিশ্বাস ছিলো ২০১৩ সালের নির্বাচনে ফের তিনি মেয়র নির্বাচিন হবেন।’

প্রসঙ্গত, গত ২১ জুলাই পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট। দলীয় নির্দেশনা মেনে নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুই বারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। ফলে ৭ অক্টোবরের পর থেকে আর নগরপিতার দায়িত্বে থাকছে না তিনি। 


এএফ/০৬