নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৭, ২০২৩
০৬:১৮ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২৩
০৬:২০ পূর্বাহ্ন
সিলেট
নগরের আখালিয়া এলাকায় মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন পুড়ানোর অভিযোগ উঠেছে।
যার জের ধরে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাত
পর্যন্ত উত্তাল ছিল সেই এলাকা। পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে।
এলাকাবাসি
সূত্রে জানা যায়, আখালিয়ার ধানুপাড়াস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও
চেয়ারম্যানকে প্রতিষ্ঠানটির একটি কক্ষে আটকে রেখে ক্ষুব্দ জনতার হাত থেকে রক্ষা করে।
যদিও
এলাকাবাসীর অভিযোগ ছাড়া কেউ পবিত্র কোরআন শরীফ পুড়ানোর সত্যতা নিশ্চিত করতে পারেনি।
এছাড়া এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশেরও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রাত
১১ টার দিকে এলাকাবাসির ঢল নামলে আরও উত্তপ্ত হয়ে ওঠে চারপাশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনতে পুলিশের বিশেষ টিম সিআরটিও ঘটনাস্থলে পৌঁছায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও
রাখা হয়। রাত পৌনে ২টার দিকে তারা উত্তেজিত জনতাকে অনেকটা সরিয়ে দিতে সক্ষম হয়।
উত্তেজিনত জনতার একাংশ সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে আইডিয়াল স্কুলের চারদিকে কয়েক শ উত্তেজিত জনতা অবস্থান করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
আরসি-০১