নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৭, ২০২৩
১১:৫৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২৩
০৬:১৬ পূর্বাহ্ন
পবিত্র কোরআন শরীফ পুড়ানোর খবরে সিলেট নগরের আখালিয়া এলাকায় গতকাল তুলকালাম ঘটনা ঘটেছে। রাত দুইটা পর্যন্ত এ ঘটনায় অবরোধ, বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় উত্তেজনা বেশি ছড়িয়েছে। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করে ঘটনাকে উস্কে দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ।
ঘটনার পর আজ সোমবার (৭ আগস্ট) বেলা দেড়টার দিকে ঘটনাস্থল আখালিয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. ইলিয়াছ শরীফ। এসময় তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীও।
| এ সংক্রান্ত অন্য সংবাদ পড়ুন | মধ্যরাতে উত্তাল সিলেট, কি ঘটেছিল আখালিয়ায় |
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বলেন, ‘পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যাদেরকে আটক করা হয়েছে তারা ছাত্র জীবনে শিবিরের সক্রিয় কর্মী ছিলেন। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করে যারা ঘটনাকে উস্কে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’