সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৮, ২০২৩
০৩:১২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৮, ২০২৩
০৩:৫৫ অপরাহ্ন
সিলেট নগরের আখালিয়া এলাকার ধানুহাটারপাড় এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ সোমবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা থেকে সিলেটে ফিরে তিনি আখালিয়া এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেট আধ্যাত্মিক নগরী। হযরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) স্মৃতি বিজড়িত শান্ত সিলেটকে কিছু লোক অশান্ত করতে এমন হীন প্রচেষ্টা চালিয়েছে।’ বিভিন্ন মাধ্যমে প্রচার করে যারা এই গুজবকে ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করেছেন তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এসময় তিনি আহহ্বান জানান।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতিটি টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন যাতে সিলেটের মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। ঘটনার শুরু থেকে ঢাকায় বসে পুলিশের আইজিপি খোঁজ খবর নিচ্ছিলেন।আমার সঙ্গেও তাঁর কথা হয়েছে। তাদের তাৎক্ষণিক ভূমিকার কারণে বড় ধরনের বিপদ থেকে প্রিয় নগর রক্ষা পেয়েছে। এই শান্ত সিলেটকে কারা অশান্ত করতে চায় এবং তাদের উদ্দেশ্যে কি? এ বিষয়ে সবার খোঁজ নিতে হবে।’
তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘কোনো কিছু ঘটলে বা ফেসবুকে দেখলে সঙ্গে সঙ্গে উত্তেজিত হবেন না। আগে বিষয়টি সত্য-মিথ্যা যাচাই করুন।গতকালের ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী সঠিক সময় ব্যবস্থা না নিলে আমাদের জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।’ এসময় তিনি স্থানীয় কাউন্সিলর ও সচেতন এলাকাবাসীকেও ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম-(বার), পিপিএমসহ আইনশৃঙ্খলাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার রাত ১০টার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান এবং এক শিক্ষকের বিরুদ্ধে পবিত্র কুরআন পুড়ানোর অভিযোগ উঠে।
| এ সংক্রান্ত সংবাদ পড়ুন | মধ্যরাতে উত্তাল সিলেট, কি ঘটেছিল আখালিয়ায় |
এএফ/০৮