সিলেট মিরর ডেস্ক
আগস্ট ০৮, ২০২৩
০৬:১৯ অপরাহ্ন
আপডেট : আগস্ট ০৯, ২০২৩
১২:৩২ পূর্বাহ্ন
-ফাইল ছবি
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের ৬ অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় সিলেটেও বৃষ্টিপাতসহ দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকালে সিলেট অবহাওয়া অফিস খেকে এ তথ্য জানা যায়।
অবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।