সিলেট-ঢাকা মহাসড়কে ফের দুর্ঘটনা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ০৯, ২০২৩
১২:৩২ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ০৯, ২০২৩
১২:৩২ পূর্বাহ্ন



সিলেট-ঢাকা মহাসড়কে ফের দুর্ঘটনা


সিলেট-ঢাকা মহাসড়কে আবারও ঘটেছে দুর্ঘটনা। এবার প্রাণহাণী না ঘটলেও গুরুতর আহত হয়েছেন শেখ শহিদুল্লাহ (৪৫) নামে এক পল্লী চিকিৎসক।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও ওসমানী হাসপাতাল ফাঁড়ি পুলিশ সূত্র জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেটগামী একটি বেপরোয়া গতির পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী শেখ শহিদুল্লাহ ছিটকে গিয়ে রাস্তার পাশের ঝোপে পড়ে গুরুতর আহত হন। তাঁর একটি হাত ও একটি পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

শহিদুল্লাহ দক্ষিণ সুরমার নাজিরবাজারের ফার্মেসি ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক। তিনি দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে নাজিরবাজারে বসবাস করছেন।

এর আগে গত রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের ওসমানীনগরের আহমদনগরে সিলেট-ঢাকা মহাসড়কে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৮)। তাঁর বাড়ি ফেনী জেলায়। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামে থাকতেন। তিনি দেয়াল-লিখন (আর্টিস্ট) পেশায়  জড়িত ছিলেন।


এএফ/০৭