প্রতিকূলতায় শিক্ষার্থীদের মানিয়ে চলার সক্ষমতা অর্জন করতে হবে: এমইউ উপাচার্য ড. জহিরুল

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১১, ২০২৩
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২৩
০৬:২৫ অপরাহ্ন



প্রতিকূলতায় শিক্ষার্থীদের মানিয়ে চলার সক্ষমতা অর্জন করতে হবে: এমইউ উপাচার্য ড. জহিরুল


দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘নানা প্রতিকুলতায় শিক্ষার্থীদের মানিয়ে চলার সক্ষমতা অর্জন করতে হবে। দেশের সেরা মেধাবীরা বিশ্ববিদ্যালয়ে পড়েন। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের হতাশা, মানসিক বিসাদ, আত্মহত্যার মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে অধ্যাপক এম. হাবিবুর রহমান হলে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক এ কথা বলেন।

তিনি বলেন, ‘কেবল বিশ্ববিদ্যালয় নয়; দেশের তরুন-তরুনীর মধ্যে ক্রমবর্ধমান মানসিক হতাশা আমাদের সার্বিক উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে। মানসিক স্বাস্থ্য শুধু শারীরিক সুস্থতার জন্য নয়; বরং অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতি আমাদের মানব সম্পদকে সংকটে ফেলবে।’

কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. তাহমিনা ইসলাম।

সোশ্যাল সার্ভিসেস ক্লাবের প্রেসিডেন্ট আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসানের সভাপতিত্বে ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম. জেড. আশরাফুল, প্রমূখ। উক্ত কর্মশালায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাতটি বিভাগ থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব শিক্ষার্থীদের কল্যাণে বছরব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে থাকে।


এএফ/০৯