সিলেটে আত্মগোপনের ৩৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ১১, ২০২৩
০৫:৪৬ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২৩
০২:১৩ পূর্বাহ্ন



সিলেটে আত্মগোপনের ৩৩ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আসামি মাসুক।


হত্যা মামলার সাজা এড়াতে দীর্ঘ ৩৩ বছর আত্মগোপনে ছিলেন তিনি। ভারত হয়ে একসময় সৌদি আরব পাড়িও দেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুক (৫৬)।

আজ শুক্রবার (১১ আগস্ট) সিলেটের গোলাপগঞ্জ  মডেল থানা পুলিমের একটি দল স্থানীয় করগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। 

মাসুক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার। 

তিনি জানান, আসামি মাসুককে  জিজ্ঞাসাবাদে জানা যায়-জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড সংগঠিত হয়। ১৯৯০ সালে উপজেলার ০৭ নং লক্ষনাবন্দ  ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার হতে করগাঁও যাওয়ার পথে ধারাল ছুরি দিয়ে উপুর্যপরী আঘাত করে নির্মমভাবে হত্যা করেন মাসুক।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় ১৯৯০ সালের ১৩ এপ্রিল মামলা হয় (যার নং-০৮(০৪)৯০)। ঘটনার পরপরই মাসুক পার্শ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে চলে যান।এই দীর্ঘ আত্মগোপনের কিছু সময় সে সৌদি আরবেও অবস্থান করে। কিছুদিন পূর্বে বোনের কুলখানিতে অংশ নিতে দেশে আসেন এবং বোরকা পরে এলেকায় প্রবেশ করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এএফ/০২