চিকনাগুল সড়কে ফের প্রাণহানি, গুরুতর আহত ১

জৈন্তাপুর প্রতিনিধি


আগস্ট ১১, ২০২৩
০৯:১১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২৩
০৯:১১ অপরাহ্ন



চিকনাগুল সড়কে ফের প্রাণহানি, গুরুতর আহত ১


সিলেটের জৈন্তপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুলে সড়ক দুর্ঘটনায় ছালিক মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (১১ আগস্ট) বিকাল অনুমান তিনটার সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহত ছালিক উপজেলার চিকনাগুল ইউপির ঠাকুরের মাটি গ্রামের বশির মিয়ার ছেলে। 

এলাকাবাসী ও চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া জানান, মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে জৈন্তাপুরের দিকে যাচ্ছিলেন। চিকনাগুল বাজারের কাছে তিনি একটি পিকআপকে পেছনে ধাক্কা খেয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির নোহা গাড়ির চাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হন একই গ্রামের আব্দুল মালিকের ছেলে কামিল আহমদ (১৮) ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে ৷ 


আরকেএস-০১/এএফ-০৬