জন্মাষ্টমী উদযাপন পরিষদের ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মসভা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৮, ২০২৩
০২:০৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৮, ২০২৩
০৩:২৪ পূর্বাহ্ন



জন্মাষ্টমী উদযাপন পরিষদের ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মসভা


শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ধর্মসভা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার সন্ধ্যায় মহানগরীর মির্জাগাঙ্গালস্থ নির্ম্ভাক আশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট শংকর কুমার দেব ও অ্যাডভোকেট পংকজ দাসের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহব্বায়ক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যের। ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিলেটে অবস্থানরত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল ও তাঁর সহধর্মিণী নীতা জয়সওয়াল।


উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অশোক কুমার চৌধুরী, বিনীত চক্রবর্তী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব জগদীশ চন্দ্র দাস, সিসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহব্বায়ক তপন মিত্র।

পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠনের সঞ্চালনা করেন রজত কান্তি গুপ্ত ও সুকান্ত গুপ্ত। এতে সংগীত পরিচালনা করেন হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিজন রায়, প্রতীক নন্দ টনি, অনিমেষ বিজয় চৌধুরী ও সুকোমল সেন।  

এএন/১১