সিলেটে ‘রঙ্গের গাড়ি আর্ট ক্যাম্পের’ উদ্বোধন মঙ্গলবার

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ১৮, ২০২৩
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০২৩
০৮:১৬ অপরাহ্ন



সিলেটে ‘রঙ্গের গাড়ি আর্ট ক্যাম্পের’ উদ্বোধন মঙ্গলবার


সিলেটে শুরু হচ্ছে ‘রঙ্গের গাড়ি আর্ট ক্যাম্প-২০২৩’। আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেটের আলী বাহার চা বাগানে তিন দিনব্যাপী এই আর্ট ক্যাম্পের উদ্বোধন হবে।

সিলেট আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রবীণ সঙ্গীতশিল্পী হিমাংশু বিশ্বাস আর্ট  ক্যাম্পটি উদ্বোধন করবেন। আর্ট ক্যাম্পে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৪৪ চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন। 

তিন দিনব্যাপী এই ক্যাম্পে প্রথম দিন আলী বাহার চা বাগান,  দ্বিতীয় দিন জাফলং এবং তৃতীয় দিন সাদা পাথরে দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।  ক্যাম্পটির আয়োজনে রয়েছে রঙের গাড়ি,  সিলেট আর্টস কলেজ,  শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস, সহযোগিতায় সিলেট চারুপরিবার সমন্বয়ে পর্ষদ। 

আর্ট ক্যাম্পে আঁকা চিত্রকর্ম নিয়ে ২১ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় একদিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে কুমার পারাস্থ  শাহ আলম গ্যালারি অব ফাইন  আর্টসে। প্রদর্শনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।


এএফ/১১