সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৩, ২০২৩
০৭:০৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২৩
০৭:০৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর কর্মচারী পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করেন কর্মচারী পরিষদের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর কর্মচারী পরিষদের আহ্বায়ক মুহাজিরুল ইসলাম রাহাত, সদস্য সচিব নাদীম সীমান্ত, সদস্য আব্দুস সামাদ চৌধুরী, আশরাফ আহমদ, মুহিন চৌধুরী, মাহফুজ আহমদ চৌধুরী, এনাম আহমদ, তিলোত্তমা দাস, সুমন আহমদ, শাকিল আহমদ, কাসেম আহমদ, সুয়েব আহমদ, ফৌজিয়া সুলতানা মণি প্রমুখ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এএন/০৯/০৩১০২৩