বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২৩
০৭:২১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২৩
০৩:৪৫ পূর্বাহ্ন



বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১ অক্টোবর র রবিবার বিকেলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মদন মোহন কলেজ প্লাটুনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলার আহবায়ক ও প্রাক্তন সিইউও মোঃ সারওয়ার আলম মিতুন এর সভাপতিত্বে কেক কটা অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলা'র উপদেষ্টা ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন ড.তোফায়েল আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের প্লাটুন কামান্ডার ও বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলা এর উপদেষ্টা লেঃ মনিরুল ইসলাম, কেন্দ্রীয় সহসভাপতি শামীম আহমদ, শাবি'র সহকারী রেজিস্ট্রার ও বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) সিলেট জেলা এর যুগ্ম আহবায়ক এবিএম এনায়েত হোসেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর যুগ্ম আহবায়ক রহিমা আক্তার ,রিমাদ আহমদ রুবেল , মোঃ এহিয়া,সদস্য সাংবাদিক মুহিবুর রহমান,,ইমন কান্তি দাস,রাজু আহমদ,সায়রা বেগম,সাদিয়া মাজিয়া দ্রুতী,ইউসুফ আহমদ রাহি ,সিইউও আহসান,সার্জেন্ট নাছিম রশিদ সিয়াম,সার্জেন্ট মেহরিন তালুকদার দিয়া,সার্জেন্ট আমির হামজা প্রমূখ

এএন/১২/০৩১০২৩