নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৪, ২০২৩
০১:০০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২৩
০৫:৩০ অপরাহ্ন
ভারত থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধপথে আনা সাত টন চিনি ঢাকায় নিয়ে যেতে আশ্রয় নেওয়া হয়েছিল অভিনব পন্থার। ট্রাকে থরে থরে বালুর বস্তা সাজিয়ে রেখে তার উপর বালু দেওয়া হয়েছিল যেন প্রথম দেখায় বালু বোঝাই ট্রাক মনে হয়। কিন্তু চোরাকারবারিদের প্রচেষ্ঠা ভেস্তে গেছে। পুলিশের অভিযানে বেরিয়ে এসেছে বালুর নিচের চোরাই চিনি। এ ঘটনায় ১৫০ বস্তা চিনির পাশাপাশি এ কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাতটায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর গোয়ালাবাজারের ইলাশপুর এলাকায় থেকে ভারতীয় চিনিভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
ট্রাক থেকে ৫০ কেজি ওজনের ১৫০ বস্তা থেকে মোট ৭ টন চিনি জব্দ করা হয়েছে। পাশাপাশি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ওই ট্রাকের চালক সিলেটের জৈন্তাপুরের উত্তর ঘাটেরচটি গ্রামের নিজাম উদ্দিনকে (২৯) আটক করা হয়েছে।
পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কে তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিকভাবে বালুর ট্রাক মনে করেছিল পুলিশ। তবে তল্লাশি করতে গিয়ে চিনির বস্তার অস্তিত্ব পাওয়া যায়। এরপর ট্রাকের চালকসহ চিনির চালান জব্দ করা হয়। ট্রাকটি থানায় নিয়ে বালু সরিয়ে দেখা যায়, থরে থরে সাজানো ১৫০টি বস্তা। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হলেও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত জৈন্তাপুরের হরিপুরের সাদিক মিয়া ও কামরুল ইসলাম পালিয়ে যান।
সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার সিলেট মিরর-কে বলেন, আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার নিজাম উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা মালামাল থানায় রাখা হয়েছে। তিনি বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এএফ/১৬