সিলেটের জিন্দবাজারে উত্তেজনা, মোটরসাইকেল জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৬, ২০২৩
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৬, ২০২৩
০১:১৯ পূর্বাহ্ন



সিলেটের জিন্দবাজারে উত্তেজনা, মোটরসাইকেল জব্দ, আটক ৩

সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। বারুতখানা পয়েন্ট থেকে মহানগর বিএনপির এক নেতার নেতৃত্বে একটি মশাল মিছিল আসলে এ উত্তেজনা ছড়ায়।

আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই ঘটনা ঘটে।


মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ করলে পুলিশ তাদের ধওয়া করে এবং ফাঁকা গুলি ছেড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মিছিল থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং একটি মোটরসাইকেল জব্দ করে।

আটককৃতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

বিএনপির চলমান এক দফা আন্দোলনে এই প্রথমবার নগরের ব্যস্ততম এলাকায় মিছিল, টায়ার জ্বেলে অবরোধ এবং ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটল।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ।

এদিকে এ ঘটনার কিছুক্ষণ পরই নগরের জিন্দাবাজারে এক মোটরসাইকেল শোডাউন করে ছাত্রলীগ।

আরসি-০৫