নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৩
০৮:৫৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২৩
১২:০২ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের কুমারপাড়াস্থ বাসবভনের গেইটে এই বিষ্ফোরণ ঘটানো হয়।
তবে বিষ্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিন জনের একটি দল ককটেল বিষ্ফোরণ ঘটায়। তাদের একজন মোবাইল ফোনে ঘটনার দৃশ্য ধারণ করছিলেন।
ঘটনার সময় আরিফুল হক বাসায় ছিলেন না। স্ত্রীর কাছে খবর পেয়ে তিনি দ্রুত বাসায় ফেরেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি বাসার বাইরে ছিলাম। আমার স্ত্রী ফোন করে চিৎকার দিতে দিতে বলেন-আমাদের বাসার সামনে কে বা কারা ককটেল চার্চ করেছে।’
সিলেটে এরকম পরিবেশ কখনই ছিল না জানিয়ে তিনি বলেন, ‘এভাবে নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা কখনই সিলেটে ঘটেনি। আমার আসলে কিছু বলার নেই। নগরবাসীর কাছে আমি বিচার দিলাম-আমার কি অপরাধ। আমি বাচ্চাকাচ্চা নিয়ে ঘরে থাকতে পারছি না।’
এএফ/০৭