‘পেট্রোল ঢেলে’ ট্রেনে আগুন লাগানো হয়েছে সন্দেহ

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৩, ২০২৩
০৮:৫১ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২৩
০৮:৫৫ অপরাহ্ন



‘পেট্রোল ঢেলে’ ট্রেনে আগুন লাগানো হয়েছে সন্দেহ


সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার ঘটনা দুর্ঘটনা নাকি নাশকতা তা এখন বড় প্রশ্ন। তবে প্রাথমিকভাবে এটি নাশকতাই বলছে রেলওয়ে পুলিশ। নাশকতার উদ্দেশ্যে অবরোধকারীরাই আগুন লাগিয়ে থাকতে পারে বলেও সন্দেহ তাদের। ঘটনাস্থল পরিদর্শন শেষে একই শঙ্কার কথা বলেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। 

 সিলেটে উপবন ট্রেনের বগিতে আগুনের ঘটনার বিস্তারিত

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ট্রেনের কয়েকটি সিট পুড়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের খবর পেয়ে সিলেট রেলস্টেশনে যান রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘দেশব্যাপী বিরোধীদল অবরোধের ঘোষণা দিয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে টেনে আগুন দিয়েছে। এরই অংশ হিসেবে তারা সিলেটেও ট্রেনে আগুন দিয়েছে বলে আমি মনে করি। যদিও এটি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘ট্রেনের সিট পুড়ার ট্রেনের ধরণ দেখে মনে হচ্ছে এটি নাশকতাকারীদের কাজ। আগুণের ধারণ দেখে বুঝা যাচ্ছে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে। ফায়ার ব্রিগেডও এমন মতামত দিয়েছে।’

এটি নাশকতামূলক কাজ। যারা চাচ্ছে দেশটিকে অস্থিতিশীল করতে তারাই এটি করেছে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।


এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম সিলেট মিরর-কে বলেন, ‘ট্রেনের একটি বগিতে আগুন লাগে। আগুনে বগির ২৯টি সিট পুড়ে গেছে। বগির ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে।’ 

একই শঙ্কার কথা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বিএনপি যে একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে, আজকে তার প্রমাণ করেছে। আজকে তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করছে। তারা জনগণ থেকে সরে গিয়েছে, তারা নির্বাচনকে থামিয়ে দেয়ার চেষ্টা করছে। এটা অতীতেও তারা করেছে, পারেনি না।’ তিনি বলেন, ‘বিভিন্ন বয়সী মানুষ এই ট্রেনে যাতায়াত করার কথা ছিল বিভিন্ন জায়গায়। অনেক বাইরের লোকজন এখানে বেড়াতে এসেছিলেন, তাদেরকে হত্যা করার জন্য হামলা করেছে, আগুন দিয়েছে, পেট্রোল ঢেলে। আমরা এ ন্যাক্কারজনক ঘটনা দেখেছি, এর নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এবং গোয়েন্দা সংস্থাগুলোও তৎপর। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’


এএফ/০২