অবরোধের আগের রাতে সিলেটে স্কুল বাসে আগুন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৬, ২০২৩
০৪:৩৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২৩
০৫:০৫ পূর্বাহ্ন



অবরোধের আগের রাতে সিলেটে স্কুল বাসে আগুন


সিলেট নগরের কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কে বা কারা দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন লেগে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বাসের উপরের অংশ।

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটি জালালাবাদ ক্যন্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত হয়।

বাসের চালক জানিয়েছেন, ‘দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের মানুষ এসে তাৎক্ষণিক যদি আগুন নিয়ন্ত্রণ না করতেন তাহলে পুরো বাস হয়তে জ্বলে পুড়ে যেত।  

 ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।

বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।

তিনি বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


এএফ/০