নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৩
০১:০৭ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২৩
০১:৪১ পূর্বাহ্ন
সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্যও।
আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন আহমদ আল কবির। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র নির্বাচন করার অনুমতি দিয়েছেন। তাই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে (মঙ্গলবার) মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বৃহস্পতিবার ফরম জমা দেব।’
সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর স্থলে বর্ষীয়ান রাজনীতিবিদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এএফ/০৯