সিলেটের ৬ আসনের পাঁচটিতে ‘স্বতন্ত্র’ চ্যালেঞ্জে নৌকার মাঝিরা

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৯, ২০২৩
০৬:৪৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২৩
০৭:৪৯ অপরাহ্ন



সিলেটের ৬ আসনের পাঁচটিতে ‘স্বতন্ত্র’ চ্যালেঞ্জে নৌকার মাঝিরা

মিসবাহ উদ্দিন সিরাজ (সিলেট-১ ও ৩), ইহতেশামুল হক চৌধুরী ও আবদুর রকিব মন্টু (সিলেট-৩), গোলাপ মিয়া (সিলেট-৪), আহমদ আল কবির (সিলেট-৫), সরোয়ার হোসেন (সিলেট-৬)।


স্বতন্ত্র নির্বাচনের সুযোগ উন্মুক্ত করে দেওয়ায় মনোনয়ন ঘোষণার দুই দিনের মাথায় সিলেট জেলার ৬ সংসদীয় আসনের ৫টিতে-ই দলীয় স্বতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন আওয়ামী লীগের প্রার্থীরা। সিলেট-২ আসন ছাড়া বাকি সবগুলোতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত নেতারা। 

সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। 

সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বিগত দুটি নির্বাচনে অংশ নিতে পারেননি আসনটি জোটকে দিয়ে দেওয়ার জন্য। এখন পর্যন্ত এ আসনে কেউ তার বিরুদ্ধে দাঁড়াননি।


দ্বাদশ সংসদ নির্বাচন, স্বতন্ত্র কাঁটায় বিদ্ধ হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা


সিলেট-৩ আসনের একাধিকবারের সংসদ সদস্য ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী। করোয় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে শূন্য আসনে উপ নির্বাচনে সেখানে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন প্রবাসী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনিই দলের মনোনয়ন পেয়েছেন। তবে এ আসনে প্রার্থী হতে মঙ্গলবার (২৮ নভেম্বর) মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর কেন্দ্রীয় মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। তিনি উপ নির্বাচনেও দলের মনোনয়ন চেয়েছিলেন। দুলালের পাশাপাশি প্রার্থীতা ঘোষণা করেছেন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু। এ আসনে মনোনয়ন কিনেছেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজও। 

সিলেট-৪ আসনের বর্তমান সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবারও মনোনয়ন পেয়েছেন। তার বিপরীতে নির্বাচন করছেন  মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া। এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

সিলেট-৫ আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন দলীয় মনোনয়ন। আসনটিতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 

সিলেট-৬ আসনে বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে চ্যালেঞ্জ ছুঁড়ে প্রার্থীতা ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন। 

এসব স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট-৩ আসনে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও আবদুর রকিব মন্টু এবং সিলেট-৫ আসনে ড. আহমদ আল কবীর।

জানা গেছে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতরা একাট্টা হয়ে একজন করে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করাচ্ছেন। মঙ্গলবার বিভিন্ন আসন থেকে স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন। 

বিএনপি বিহীন নির্বাচনে দলীয় টিকেট পেলেই বিজয় নিশ্চিত এমনটা ধরে নিয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। কিন্তু মনোনয়ন প্রদানের দিন দলীয় প্রধান শেখ হাসিনা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ায় সেই হিসেব উল্টে গেছে। 


এএফ/০১