নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৯, ২০২৩
০৯:৩০ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৯, ২০২৩
০৯:৩০ অপরাহ্ন
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে মনোনয়পত্র জমা দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি এ আসনের বর্তমান সংসদ সদস্যও।
আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে অবস্থিত রিটানিং কর্মকর্তার কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটানিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এ মনোনয়নপত্র গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী , মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহামন আজাদ ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।
এরপর পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলা কার্যালয়ে সহকারী রিটানিং অফিসে যান । সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরীন আক্তারে কাছে মনোনয়ন ফরম জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।
মনোনয়ন জমা শেষে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সারাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে। নির্বূাচন কমিশন ও সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আশাকরি দল মত নির্বিশেষে সবাই এ নির্বাচনে অংশগ্রহণ করবে।’
এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি বিএনপিকে আহবান জানাবো জ্বালাও-পোড়াও না করে, সম্পদ ধ্বংস না করে নির্বাচনে আসুন, জনসমর্থন প্রমাণ করুন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ও আমার দলীয় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা রেখেছেন। দেশবাসীকে আহবান জানাব তারা যেনো ভোট কেন্দ্রে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট দেয়। আমাদের শ্লোগান হচ্ছে - আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেবো।’
বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের অভাবনীয় অর্জনের জন্য তিনি দেশবাসীকে আবার নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান।
এএফ/০৫