সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০১, ২০২৩
০৪:১২ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২৩
০৪:১২ পূর্বাহ্ন
সিলেট-১ (নগর ও সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা শেষে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে বাসায় ফিরছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। এ সময় তাঁর বহরে দুর্বৃত্তরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা তিনটার দিকে নগরের দরগাগেট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে।
মিসবাহ উদ্দিনের অনুসারীরা জানান, সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এখানে মিসবাহ উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি প্রায় ৫০০ কর্মী-সমর্থকের গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
ককটেল বিস্ফোরণের পরপরই মিসবাহ উদ্দিন তাঁর গাড়ি থেকে নামেন। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা দুর্বৃত্তদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ককটেল বিস্ফোরণকারীরা পালিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী শেখ বলেন, ‘এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে।’
এএফ/০৭