ওসমানীনগর প্রতিনিধি
ডিসেম্বর ০১, ২০২৩
০৮:০১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২৩
০৮:০২ পূর্বাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চয়ই এখানে আছে। প্রশাসন তো বর্তমানে নির্বাচন কমিশনের অধীনেই আছে। ঢাকায় যেহতু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন ফেয়ার হবে তাই আমরা আশা করতে পারি আগামী নির্বাচন ফেয়ার হবে।’
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপরে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারস্থ একটি অভিজাত রেষ্টেুরেন্টে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মুহিবুর রহমান বলেন, ‘আমরা নির্বাচনের মাঠ তখন পর্যবেক্ষণ করব যখন যাচাই-বাচাই শেষ হয়ে যাবে আমরা প্রচার প্রচারণা শুরু করে দিবো তখন আমরা দেখব নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা কি?’
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচনে বিজয়ী হলে আমার প্রধান কাজ হচ্ছে এদেশের গরীব-দুঃখী মানুষ যারা আছে তাদের সামান্য হলেও কিছুটা শান্তার বাণী শুনানো। আর সেই শান্তার বাণী হচ্ছে গ্রামেগঞ্জে যেভাবে গরীব-দুঃখীরা নির্যাতিত নিপীড়িত তাদের বিচারের কোনা জায়গা নাই। প্রশাসনের দারস্থ তারা কোনো দিনও হতে পারে না। এবং গ্রামের যে বিচারকও আছেন তাদের কাছে যেতে হলেও আজকাল পাঁচশ- এক হাজার লাগে। আর ওই গরীবরা ১০০ টাকাও দিতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি তাৎক্ষণিকভাবে গরীবদের সমস্যা সমাধান করে দিতে হবে । তাহলে তাদের আর হানাহানি-মারামারি হবে না, রক্তাত্ত হবে না এবং ভিটামাঠি বিক্রি করে থানা আর কোর্টের দারস্থ হতে হবে না। আমি মনে করি এটা প্রধান সমস্যা । এটা দূর করতে হবে এবং থানার দালাল বাটপারদের হাটিয়ে দিতে হবে।’
এসময় সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক এম এ হক, আওয়ামী লীগ নেতা এখলাছুর রহমান, আব্দুর রউফ, শাহাব উদ্দিন ও আক্তার হোসেন প্রমুখ।
এএফ/০৩